“ফিলিস্তিনে মানবিক বিপর্যয় ও গণহত্যা রোধে জাতিসংঘ সহ বিশ্বনেতৃত্বের প্রতি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর আহ্বান”

লিংক ফিলিস্তিনে সর্বাত্মক ইসরাইলী হামলা এবং এই জাতিগোষ্ঠিকে গুঁড়িয়ে দেওয়ার অভিযানে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে অবিলম্বে এই সংঘাত বন্ধ, অবোধ শিশু-নারী-নিরস্ত্র সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা বন্ধ করার পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ সহ বিশ্বনেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন, মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। একইসাথে অস্ত্র প্রতিযোগিতায় আল্লাহ্ প্রদত্ত সম্পদের অনর্থক অপচয় বন্ধ করে ক্ষুধামুক্ত মানব সমাজ পুনর্গঠনে আত্মনিয়োগ করার জন্য পরাশক্তিগুলোর প্রতি আবেদন জানান।

এছাড়াও সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বাংলাদেশে আন্তঃধর্মীয় চেতনার বিকাশ ও সহাবস্থানের ঐতিহ্যকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন দুর্গাপূজায় উপাসনাকারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।