নাক–কান ফোঁড়ানো ক্যাম্প অনুষ্ঠিত

দক্ষিণ ধর্মপুর ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরীদের জন্য বিনামূল্যে নাক ও কান ফোঁড়ানোর ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

ফটিকছড়ি (চট্টগ্রাম):
দক্ষিণ ধর্মপুর ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরীদের জন্য বিনামূল্যে নাক ও কান ফোঁড়ানোর ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রিত যাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালিত দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিল চত্বরে স্থাপিত “হোসাইনী দাতব্য চিকিৎসালয়” এ ক্যাম্পটির আয়োজন করেন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিনামূল্যে ঔষধ ও রিং সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা জান্নাতুল মাওয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, শ্যামলা হাট শাখার সভাপতি মুহাম্মদ জামশেদ হোসেন টিপু।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ যে সর্বজনীন বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে, তা গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ। এ ধরনের সেবামূলক আয়োজন কিশোরীদের সচেতনতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করবে বলেও মত প্রকাশ করেন তারা।

হোসাইনী দাতব্য চিকিৎসালয়ের কর্মকর্তা ডা. মোহাম্মদ আনিস উদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ আনোয়ার হোসেন, ঐন্দ্রিলা পাল ও সাইরিন আকতার। আরও উপস্থিত ছিলেন শ্যামলা হাট শাখার সহসভাপতি মুহাম্মদ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিন জয়, শাখা উপদেষ্টা এবং সদস্যবৃন্দ।

ক্যাম্পে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন সুবরিন সোলতানা তিশা। তিনি দক্ষতার সাথে নাক–কান ফোঁড়ন কার্যক্রম সম্পন্ন করেন।

আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।