দরিদ্র রোগীদের লেন্স ও ঔষধসহ ছানি অপারেশন সম্পন্ন

ইউটিউব ‍লিংক ১৫ মে ২০২৫, বুহস্পতিবার,৫জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘যাকাত ওয়েলফেয়ার ফান্ড’-এর ব্যবস্থাপনায় পরিচালিত মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিল’র নিজস্ব ভবনে স্থাপিত ‘হোসাইনী আই কেয়ার সেন্টার’ হতে ৫ জন চক্ষু রোগীর যথাক্রমে ১.ইউসুফ মিয়া, চন্দনপুর, চকবাজার, চট্টগ্রাম, ২.হিরেন্দ্র চাকমা, কুুবছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা, ৩. আহসান উল্লাহ্, মহামুনি, মানিকছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা, ৪.জাহানারা বেগম, নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম ও ৫.মনোয়ারা বেগম, হাশিমপুর ৬নং ওয়ার্ড, চন্দনাইশ, চট্টগ্রাম-এর বিনামূল্যে ওষুধসহ চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

এ সময় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী ছাহেব ও যাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালনা পর্ষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চোখের ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করেন,
🩺 ডাঃ মোঃ ওয়াজেদ চৌধুরী অভি
ডেপুটি সিভিল সার্জন, চট্টগ্রাম। এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফএমডি, সিসিডি এমপিএইচ, ডিও, এমএস (চক্ষু) (সি), এক্স রেজিষ্ট্রার (চক্ষু) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পি জি হাসপাতাল) ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট (ঢাকা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।