
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) এর ব্যবস্থাপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার পাহাড়ি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে “ময়ূরখীল দাতব্য চিকিৎসালয়” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার আলহাজ্ব লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪তম চিকিৎসাকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
এ সময় আলোচনা কালে বক্তাগণ বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার গুলোর অন্যতম। সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট কর্তৃক পরিচালিত এ মহৎ কাজটি করে যাচ্ছে। মানবতাবাদী এই ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরতুলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-র দূরদর্শী চিন্তা-চেতনার সঠিক বাস্তবায়ন; মূলত কর্মপদ্ধতি সামাজিক সাম্যতা ও দারিদ্র্য বিমোচনে তাঁর দক্ষ নেতৃত্ব অবশ্যই প্রশংসার দাবিদার। দুস্থ প্রান্তিক অভাবী চাষী, দায়গ্রস্থ কন্যার বিবাহে সহায়তা, কুটির শিল্প,ঝড়ে পড়া শিক্ষার্থী, অন্ধদের পাশে দাড়ানো, গৃহনির্মাণে সহায়তা, দৃষ্টি প্রতিবন্ধিদের শিক্ষা সামগ্রী প্রদান, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বি করা ইত্যাদি সমাজ সেবামূলক কাজ অন্যদের জন্য প্রেরণার উৎস।



পর্ষদ সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পর্ষদ সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফা, পর্ষদ সহ-সভাপতি আলহাজ্ব শওকত আবদুল্লাহ্, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার জিয়াউল হাসান, পর্ষদ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, পর্ষদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, পর্ষদ প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দুবাই শাখার সভাপতি আহমদ উল্লাহ চৌধুরী যুবরাজ, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ নাজিম প্রমুখ।

