আশীষ বাণী
পবিত্র কুরআনে উল্লেখ আছে যে, ‘সদকা (যাকাত) তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাহাদের চিত্ত আকর্ষণ করা হয় তাহাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের, আল্লাহ্ পথে মুসাফিরদের জন্য। ইহা আল্লাহর বিধান, আল্লাহ্ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’ (সূরা তাওবা : ৬০)।
আল্লাহ্তা’লার উক্ত বিধানের আলোকে সম্পদের যাকাত সঠিকভাবে প্রদান করা ইসলামের মৌলিক মহান মানবিক দায়িত্বগুলির অন্যতম। শোষণ, বঞ্চনাজনিত দারিদ্র্য থেকে দরিদ্র জনগোষ্ঠির সম্মান ও মর্যাদাপূর্ণ জীবন-যাপনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাকাত মহান আল্লাহ্তা’লার পক্ষ থেকে একটি অনন্য নির্দেশনা। সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দারিদ্র্য বিমোচন প্রকল্প আল্লাহ্ প্রদত্ত একটি দিক-নির্দেশনা। তাই যাকাত প্রদান করা কোন করুণা প্রদর্শন নয়। বরং তা সমাজের ধনী ব্যক্তিদের বাধ্যতামূলক একটি মানবিক ধর্মীয় দায়িত্বের অংশ। আবার যাকাত গ্রহণ কোন লজ্জার বা হীনমন্যতার বিষয় নয়, বরং আল্লাহ্ প্রদত্ত দরিদ্রের অধিকার। এ কারণে যাকাত আদায় কার্যক্রমে যেমন অনীহা থাকা অনুচিত তেমনি আল্লাহ্-আল্লাহ্ রাসূলের নির্দেশনার আওতায় যারা যাকাত গ্রহীতা তাদেরও যাকাত গ্রহণে কুণ্ঠিত হওয়া উচিত নয়।
আমি জেনে অত্যন্ত আনন্দিত যে, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীনে পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল)’ যাকাত প্রদান ও গ্রহণের একটি সুসমন্বিত দায়িত্বশীল বণ্টন ব্যবস্থা গড়ে তুলেছে এবং কার্যকর দক্ষ যাকাত তহবিল পরিচালনা পর্ষদ স্বচ্ছ, সুষ্ঠু ও পরিকল্পিত যাকাত বিতরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
এ কারণে আল্লাহ্ তাদেরকে উপযুক্ত কল্যাণ দান করুন। সাথে সাথে আমার পক্ষ থেকে তাদের জন্য অসংখ্য মোবারকবাদ।
আমি আরও মোবারকবাদ জানাই, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দেশের ও প্রবাসের সকল শাখা কমিটি সমূহের আশেকবৃন্দকে এবং যাকাত প্রদানকারী সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যাদের ঐকান্তিক সহযোগিতায় যাকাত কমিটির কার্যক্রম ব্যাপকভাবে এগিয়ে চলছে। পরম করুণাময় আল্লাহর দরবারে এই বিশাল কর্মকান্ডের সাথে জড়িত যাকাত প্রদানকারী ও গ্রহীতা সকলের দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ কল্যাণ কামনা করছি । সকলের অবদান মহান আল্লাহ্র দরবারে কবুল হোক এ আবেদন রাখছি। আমিন! বেহুরমতে সাইয়েদিল মুরসালীন।
সৈয়দ মোহাম্মদ হাসান
ম্যানেজিং ট্রাস্টি
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট