যাকাত তহবিল গঠনের ঘোষণা
আল্লাহর পবিত্র কুরআন নির্দেশিত ধনী গরীব সহমর্মী মানবতাপূর্ণ এক সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরীব, মিসকিন, এতিম, বিধবা, বেকার, দাস মুক্তি, সংসারবিমুখ, বিকলাংগ-প্রতিবন্ধী ও মুসাফিরদের কল্যাণে দান, সদকা, যাকাত, জরিমানা, যুদ্ধলব্ধ মালে গনিমত ইত্যাদি দ্বারা প্রবর্তন করেছিলেন রাষ্ট্রীয় বায়তুল মাল তহবিল। ফলে দলে দলে লোকেরা ইসলামের পবিত্র সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে ভীড় করে। যার যা প্রাপ্য তা পাওয়ার এত সুন্দর ব্যবস্থা পূর্বে কিংবা পরে দুনিয়ার অন্য কোথাও গড়ে উঠেনি।
খোলাফায়ে রাশেদার পর উমাইয়া রাজতন্ত্রে এই রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে পরিবর্তন করা হলে মুসলিম সমাজে নেমে আসে নানা অবক্ষয় ও নৈতিক অধঃপতন। এমনকি যাকাত যে উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছিল তাও সঠিকভাবে সামাজিক চাহিদা পূরণে অকার্যকর হয়ে পড়েছে। অল্প কিছু টাকা ও পরিধেয় কাপড় বিতরণে সমাজ হতে দারিদ্র্য দূর তাে হচ্ছেই না, বরং ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
যাকাতের মূল উদ্দেশ্য বাস্তবায়নে আমরা শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের অধীনে একটি যাকাত তহবিল গঠন করেছি। পবিত্র কুরআন-হাদিস অনুসারে আপনার প্রদত্ত যাকাত গরীব দুঃখী এতিম, অসহায় মানুষের অবস্থার উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, চিকিৎসা-সেবা ও আপদকালীন সাহায্য প্রদানে ব্যয় করা হচ্ছে। উপযুক্ত ব্যক্তির সমন্বয়ে একটি যাকাত তহবিল পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আপনার/আপনাদের সার্বিক সহযােগিতা ও পরামর্শ আমাদেরকে উৎসাহিত করবে। ইনশাআল্লাহ অঙ্গীকার রক্ষায় আমরা সফল হবাে।
যাকাত অর্থ প্রেরণের মাধ্যম
সরাসরি:
গাউসিয়া হক মনজিল (মাইভাণ্ডার শরিফ) ও এস জেড এইচ এম ট্রাস্ট
(ডিউ উদয়ন ১৩ তলা),
বাস টার্মিনাল সংযােগ সড়ক,
চান্দগাঁও, চট্টগ্রাম।
ব্যাংক একাউন্ট:
যাকাত তহবিল মুদারাবা সঞ্চয়ী হিসাব নং- ৩০০৪-১২১০০০০৫২২১
শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ
মুরাদপুর শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ।
বিকাশ:
০১৮৪১-০৮০৪৫৫ (পারসোনাল)
ইমেইল:
zakat455@gmail.com