২৬৫ জনকে চি‌কিৎসা সহায়তায় প্রদান

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প- এর ব্যবস্থাপনায় সু‌বিধাব‌ঞ্চিত ২৬৫ জনকে চি‌কিৎসা সহায়তায় প্রদানে ব্যয় করা হয় ৪৪ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকা।

চট্টগ্রাম বাশঁখালীর পশ্চিম নাছাড়া গ্রামের বাসিন্দা মো. রাশেল। বয়স ১৪। মা আছে সাথে একটি ছোট বোন। বাবা অন্যত্র বিয়ে করে সংসার পেতেছে। রাশেল ফেরি করে মা বোনের জীবিকা নির্বাহ করে। ফেরির জন্য বাশঁখালী থেকে চট্টগ্রাম শহরের যাওয়ার পথে চলন্ত গাড়ী থেকে পা পিছলে পড়ে গেলে পিছন থেকে অন্য গাড়ী এসে রাশেলের বাম পা পিস্ট করে চলে যায়। অবশেষে গাড়ীর চাকায় পিস্ট হওয়া পা’টি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে কেটে ফেলা হয়। অভাগী মা সন্তানের চিকিৎসার অর্থ জোগাড় করতে দিক-বিদিক ছুটাছুটি, বুকের ধনকে সেরে তোলার জন্য। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প যাকাত তহবিলের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করে রাশেলের যাবতীয় চিকিৎসা সেবা সহ পরবর্তি পুনবাসনের ব্যবস্থা করা হয়। অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাওয়া রাশেল এখন সুস্থ হয়ে এলাকায় একটি পানের দোকান করে জীবিকা নির্বাহ করছে।

৯ জনকে চার লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প থেকে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আপদকালীন সহায়তা প্রদান কর্মসুচির অংশ হিসাবে বৃহস্পতিবার (৩০ মে) ৯ জনকে চার লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নগরের দামপাড়ায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি স্পেশাল ব্র্যাঞ্চের এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ।

এ সময় তিনি বলেন, ইসলাম আল্লাহ্ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এ ব্যবস্থায় সালাতের গুরুত্ব যেমন অপরিহার্য, তেমনি যাকাতের গুরুত্বও অনস্বীকার্য। যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় সুখী-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

সিএমপি বাকলিয়া থানার ওসি (তদন্ত) মু. মঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি নওশাদ চৌধুরী মিটু, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের ও প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ।

‘জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট গরিবের বন্ধুতে পরিণত হয়েছে’

মানবসেবাই সর্বোত্তম ইবাদত। মানব কল্যাণমূলক কাজে জড়িত থাকা, মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার শিক্ষা আমরা আউলিয়া-এ কিরামের দরবার থেকে পেয়ে থাকি। আর্তমানবতার সেবায় যারা এগিয়ে আসেন, যাদের দ্বারা মানুষ উপকৃত হয় তারাই মূলত মানবতার সেবক।বৃহস্পতিবার (২৩ মে) নগরের আগ্রাবাদ চেম্বার হাউসে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’ হতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে শিক্ষা, চিকিৎসা, বিবাহ, গৃহ নির্মাণখাতে আপদকালীন সহায়তা প্রদানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৮ জনকে কয়েক লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদানকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. ফারুক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) গঠন করে মানব সম্পদ উন্নয়ন ও বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির বন্ধুতে পরিণত হয়েছে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএর সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের মিডিয়া ইনচার্জ মো. মোকাম্মেল হক খান, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ ও প্রচার সম্পাদক আহসান উল্লাহ।

১২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংসদ সদস্য (মহিলা আসন ০৬) খাদিজাতুল আনোয়ার সনি।

মাইজভান্ডার দরবার শরিফ ‘হোসাইনী দাতব্য চিকিৎসালয় ও খতনাসেন্টার’ এ ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট’ পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে গতকাল শুক্রবার ১২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংসদ সদস্য (মহিলা আসন ০৬) খাদিজাতুল আনোয়ার সনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় নগর ও গ্রামে দাতব্য চিকিৎসালয় স্থাপন, শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, দক্ষ মানব সম্পদ উন্নয়নেসেলাই প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূরীকরণ, দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেবেকারত্ব দূরীকরণ এবং সামাজিক নিরাপত্তামূলক মানবিক সমাজ বিনির্মাণে যেমন নিরলসভাবে কাজ করছে তেমনি মানবতার সেবায় এগিয়ে আসতে অন্যদের উদ্বুদ্ধ করছে।
সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ বশিরুল আলম, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, কাজি শাহরিয়ার মাহমুদ মনির, মোতাহের হোসেন বাবুল, আলী হায়দার বাবলু, তৌহিদুল আলম মেম্বার, জাহাঙ্গির আলম মেম্বার, মোহাম্মদ জামাল, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জনি, সেলিম, কাশেম, ফারুক, মিরাজ, মোবারক, রিফাত ও রায়হান প্রমুখ

ক্যান্সারে আক্রান্ত নুরুল হক’কে আর্থিক সহায়তা প্রদান

মোহাম্মদ নুরুল হক, পিতাঃ আবদু সমদ, রাউজান, চট্টগ্রাম। তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ নং ওয়াড়ের ২ নং সিটে ভর্তি ছিলেন। গত ২ মার্চ ২০১৭ সালে যাকাত তহবিল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পর্ষদ সাধারণ সম্পাদক জনাব আবদুল হালিম আল মাসুদ চিকিৎসা সেবা সহায়তায় ৯০,০০০/- টাকা প্রদান করেন।

চিকিৎসা সেবা সহায়তায় ৯০,০০০/- টাকা প্রদান হয়

সুবিধাবঞ্চিত পরিবারের কিশোদের ফ্রি খতনা ক্যাম্প

প্রতিটি মানুষেরই সমাজের প্রতি করণীয় রয়েছে। ইসলাম ধর্মে সৃষ্টি জগতের সেবা একটি মহৎ কাজ। সৃষ্টিকর্তার ওপর ঈমান আনার পর মানুষের সর্বোত্তম ইবাদত মানুষকে ভালোবাসা; স্রষ্টাকে পেতে হলে ধর্মপ্রাণ মানুষের অন্তরে মানবপ্রেম থাকা চাই। তাই ¯্রষ্টার সন্ধান পেতে হলে মানুষকে ভালোবাসার কোনো বিকল্প নেই। আত্মমানবতার সেবায় যাঁরা এগিয়ে আসেন বা যাঁদের দ্বারা মানুষ উপকৃত হয়, তাঁরাই মূলত মানবসেবক। আজকে বলতে পারি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) গঠন করে মানবসম্পদ উন্নয়নে বাস্তব ভিত্তিক আত্ম-মানবতার সেবা করে দরিদ্র সমাজের বন্ধুতে পরিণত হয়েছেন।
১৯ অক্টোবর ২০১৮, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে নগরীর গাউসিয়া হক ভা-ারী খানকাহ শরিফে সৈয়দ নুরুল বখতেয়ার শাহ দাতব্য চিকিৎসালয়ে দুস্থ পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে খতনা ক্যাম্প অনুষ্টানে হযরত হামজা খাঁ (রঃ) শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রিজওয়ান খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাদরাসা-ই শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দ্ধায়িত্বরত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ সৈয়দ হোসেন, দারিদ্র্য বিমোচন পরিচালনা পর্ষদ প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন,  মোহাম্মদ খোরশেদ আলম ও মোহাম্মদ আবদুল হাকিম প্রমুখ।

জাকিয়া বেগম ফিরে পাবে চোখের আলো

জাকিয়া বেগম, স্বামীঃ আবুল হাসনাত টিটু, শাহাজীর বাড়ী, সৈয়দ পাড়া, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। বিয়ে হয় দু’বছর আগে। স্বামীর সংসার স্বচ্ছল না হলেও ডাল-ভাত খেয়ে সুখের দিন চলছে। সন্তান সম্ভাবা জাকিয়া বেগম মাস দু’য়েক আগে বর্ষা মৌসুমে অসাবধনাতা বশত কাদায় জমে থাকা পানিতে পা পিচলে পড়ে যায়। এ সময় তার বাম চোখের পর্দা ফেটে গেলে প্রচন্ড ব্যাথা অনুভুত হয়। পরবর্তিতে পাহাড়তলী চক্ষু হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হলে তাকে দ্রুত অপরেশন করানোর প্রয়োজনীতা সর্ম্পকে অবহিত করেন এবং দু’দফা অপারেশনের জন্য চৌষট্টি হাজার টাকা খরচের কথা জানান। কিন্তু সমান্য বেতনের চাকরিজীবী স্বামীর পক্ষে এত টাকার জোগান দেওয়া সম্ভব নয়। এ দিকে জাকিয়া বেগমের চোখের সমস্যাও দিন দিন বেড়ে চলছে। এমতাবস্থায় স্থানীয় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি নানুপুর শাখার মাধ্যমে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এ চিকিৎসা সহায়তার জন্য আবেদন করলে ১০ আগষ্ট ২০১৮, জাকিয়া বেগমের অপারেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কান্নাবিজড়িল কন্ঠে জাকিয়া বলেন, চোখের ব্যাথায় আমার এক একটা দিন যাচ্ছে যেন বছরের সমান। সংসারের কোন কাজই হাতেই উঠছেনা। যার চোখ নাই তার কিছুই নেই। আজ মাইজভাণ্ডার শরিফ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট হতে যে সহায়তা পেয়েছি তা দিয়ে অপারেশন করতে আর কোন চিন্তা নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন।

মোহাম্মদ ইলিয়াছ, পিতাঃ মৃত তবু মিয়া, বালাঘাট হাইস্কুল এলাকা, বান্দরবন সদর, বান্দরবন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর ১৯ নং ওয়ার্ডের ৫১ নং সিটে ভর্তি হয়েছেন।
আজ দুপুরে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচারিত দারিদ্র্য বিমোচন প্রকল্প থেকে মোহাম্মদ ইলিয়াছ এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়

আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।