শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যবস্থাপনায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।
ঈশিতাকে হুইল চেয়ার প্রদান

জন্ম থেকে শারিরীক প্রতিবন্ধী ঈশিতা। নগরীর হামজারবাগ রহমানিয়া স্কুলে নবম শ্রেনীতে পড়ে। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে ঈশিতা একজন। সে প্রতিবন্ধী হওয়ার আমার পারিবারিক জীবন অনেক কষ্টের। মেয়ের মেধা আছে বলেই সংসারে অভাব অনটনের মধ্যেও তাকে আমি অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি। আমার মেয়ের চলাফেরা জন্য একটি হুইল চেয়ার খুব বেশী প্রয়োজন ছিল। এটা ছিল ঈশিতার মায়ের আকুতি।
আজ ১১ জুন ২০১৮, নগরীর বিবিরহাটস্থ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফে শাহানশাহ্ হয়রত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ দাতব্য চিকিৎসালয় হতে শারিরীক প্রতিবন্ধী ঈশিতাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

এ সময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ এর সিনিয়র সহ-সম্পাদক মোহাম্মদ আবসার মাহফুজ।
সংক্ষিপ্ত এক আলোচনায় তিনি বলেন- সত্যিকার সমাজ উন্নয়ন ও ইসলামী আদর্শের জন্য কাজ করে যাচ্ছেন শাহানশাহ্ হয়রত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট । দুস্থ প্রান্তিক অভাবী চাষী, দায়গ্রস্থ কন্যার বিবাহে সহায়তা, কুটির শিল্প ইত্যাদিতে আর্থিক অনুদান দিয়ে এবং ঝড়ে পড়া শিক্ষার্থী, প্রতিবন্ধীদের পাশে দাড়ানো, গৃহনির্মাণে সহায়তা, দৃষ্টি প্রতিবন্ধিদের শিক্ষা সামগ্রী প্রদান, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বি করা ইত্যাদি সমাজ সেবামূলক কাজ অন্যদের জন্য প্রেরণার উৎস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, দাতব্য চিকিৎসালয়ের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মুক্তা চৌধুরী, সহকারী শিল্পী চৌধুরী, মোহাম্মদ আলী মাসুদ ও মোহাম্মদ তাজুল ইসলাম রাজু প্রমুখ।
মা চিনু বেগম বলেন-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) ট্রাস্ট হতে এই হুইল চেয়ারটি প্রদান করে আমার মেয়ের জীবন চলার পথে অনেক সহায়ক হলো।







