পাহাড়ের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট

ছবি খাগড়াছড়ি পার্বত্য জেলা, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি অঞ্চল। নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই পার্বত্য অঞ্চল । বিস্তীর্ণ পাহাড়, নদী, ঝরনা ও সুবিশাল বনাঞ্চলের উপস্থিতিতে এ অঞ্চল অনন্য। এ অঞ্চলে বেশ কিছু আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। যাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও প্রথাগত আইন। আদিবাসীদের বৈচিত্র্যময় সংস্কৃতি পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য।
পার্বত্য এলাকার আদিবাসী প্রান্তিক পুরুষ, নারী, কিশোর ও কিশোরীদের জীবন বড্ড সংগ্রাম ও প্রতিকূলতার। এ অঞ্চলের প্রান্তিক মানুষের জীবিকা, খাদ্যাভ্যাস, জীবনাচরণ পদ্ধতি যেমন বৈচিত্র্যময়, তেমনি তাদের জীবনের সমস্যাগুলোও জটিল। দারিদ্র্য, দূরত্ব এবং দুর্গম পরিবহন ব্যবস্থার কারণে সুচিকিৎসা থেকে তারা প্রায়ই বঞ্চিত।


সুবিধাবঞ্চিত এই পাহাড়ী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের লক্ষ্যে গত ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ড এর ব্যবস্থাপনায় ‘ময়ূরখীল দাতব্য চিকিৎসালয়’ নামে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থায়ীভাবে স্থাপন করা হয়। এ কেন্দ্র হতে নিয়মিতভাবে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবার পাশাপাশি চোখের ছানি অপারেশন ও সুন্নতে খৎনা ক্যাম্প পরিচালিত হয়ে থাকে। এই পর্যন্ত নবম সেবামাসে ৯৬০ জন সাধারণ রোগী, ৭ জন চোখের ছানি অপারেশন এবং ২০ জন শিশু—কিশোরকে সুন্নতে খৎনা সেবা দেওয়া হয়েছে।

এ কেন্দ্রে চিকিৎসক হিসাবে দায়িত্বরত আছেন, ডা. মিনজাহারুল আবেদিন। চিকিৎসক সহকারী: মোঃ মারুফ হোসেন রিফাত, দিকু চাকমা ও  আজিজুর রহমান।

আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।