


উত্তরে- ভারতের মেঘালয় প্রদেশে অবস্থিত সুনামগঞ্জ সদর। সম্ভাবনাময় অথচ পশ্চাৎপদ হাওড়-বাওরে ভরপুর এ উপজেলা। ভারতের মেঘালয় পাহাড়ের (খাসিয়া/জৈমত্ম্ অংশ) পাদদেশে অবস্থিত যা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি অপরূপ সৌন্দর্যে ও পাখীর কলরবে মুখরিত। উত্তরাংশে উঁচু ভূমি আর নিমাংশে হাওড় এই উপজেলাকে দিয়েছে এক বৈচিত্রময় সৌন্দর্য। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ছাড়াও হাজং, গারো, মনিপুরি, ত্রিপুরা সহ কয়েকটি উপজাতি সম্প্রদায়ের লোকজন পাহাড়ের পাদদেশে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দুর্গম জনপদ লক্ষীপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চয়তার লক্ষ্যে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ড এর ব্যবস্থাপনায় “হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) দাতব্য চিকিৎসালয়” নামে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থায়ীভাবে স্থাপন করা হয়। এ কেন্দ্র হতে নিয়মিতভাবে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবার পাশাপাশি সুন্নতে খতনা ক্যাম্প পরিচালিত হয়ে থাকে।
গতকাল ২২ মে ২০২৫ বৃহস্পতিবার সুনামগজ্ঞ উপজেলার নির্বাহী অফিসার জনাব অরূপ রতন সিংহ স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
পরিদর্শন কালে উপজেলার নির্বাহী অফিসার জনাব অরূপ রতন সিংহ স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসা সেবাসহ সার্বিক বিষয়ে খোজঁখবর নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গ্রামীণ জনপদে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও চিকিৎসাসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট’ সর্বজনীন বিনামূল্যে স্বাস্থসেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সহায়তার পাশাপাশি রোগীর মানসিক শক্তি বৃদ্ধি ও চিকিৎসার ব্যয় বহন করে এ ট্রাস্ট মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সম্মানীত সদস্য, গোলাম হোসেন, চামতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল হক মাস্টার, ইউপি সদস্য আহসান হাবীব, হারুন অর রশিদ,নুরুল আলম, নূর মোহাম্মদ , মোহাম্মদ শাহআলম, আলকাছ মেম্বার, ফুল মিয়া, নুরু, শমছের আলী, বিল্লাল মিয়া, ছিদ্দিকুর রহমান, আজর আলী, ফারুক মিয়া, আব্দুল মালেক, আজাদ হোসাইন প্রমুখ।


আল কোরআনে মানবসেবাকে ইবাদতের সমতুল্য গণ্য করা হয়েছে:
“যে কেউ একজন মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।” (সূরা আল-মায়িদাহ, ৫:৩২)