ত্রাণ বিতরণ
দুর্যোগ প্রশমনে ত্রাণ বিতরণ
ইসলাম সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্ব, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা ও মানবসেবার ধর্ম। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাকে ইসলামে সর্বাধিক গুরুত্ব¡ প্রদান করা হয়েছে। অন্যের বিপদে-আপদে সর্বাত্মকভাবে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করা ইসলামের বিধান। মানুষের কল্যাণে মানুষকেই সব ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হয়। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট মানব সেবার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে যা অতুলনীয়,অনুসরণীয় ও প্রশংসনীয়।
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প হতে মিয়ারমারের সীমান্তবর্তী তম্বুর নামক দুর্গম এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সম্মানীত সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
করোনাকালীন দুর্যোগ প্রশমনে ত্রাণ বিতরণ
সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর আহ্বানে লক্ষ পরিবার পাচ্ছে খাদ্যসামগ্রী
মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন, ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি, আওলাদে রাসূল (দঃ) শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.) আহ্বানে চলমান দুর্যোগে দেশব্যাপী লক্ষাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রোববার (৫ এপ্রিল) চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, বাকলিয়া ও খুলশী থানার তত্বাবধানে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ কার্যক্রম তদারকিকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, বাকলিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দীন, প্রকল্প পরিচালনা পর্ষদের সহ-সভাপতি কাজী শাহরিয়ার মাহমুদ মনির, সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ-সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন প্রমুখ।