দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের ৩১ তম সভা অনুষ্ঠিত

অদ্য ২৩ অক্টোবর ২০২১ শনিবার সন্ধ্যা ৬.০০টায় এস জেড এইচ এম ট্রাস্ট সম্মেলন কক্ষে দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) পরিচালনা পর্ষদ-এর ৩১তম সভা পর্ষদ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব লায়ন দিদারুল আলম চৌধুরী- এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে অত্র ট্রাস্ট-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারপারসন উম্মুল আশেকীন মা আলহাজ্ব মোসাম্মৎ মুনাওয়ারা বেগম-এর রুহানী ফয়েজ কামনা করে সভার পক্ষ হতে বিশেষ মুনাজাত করেন, পর্ষদ অর্থ সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন।

সভায় শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর সেবামূলক কার্যক্রম এর সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে চক্ষুরোগীদের বিশেষ চিকিৎসাসেবায় প্রয়োজনীয় উপকরণ ক্রয়, সুবিধাবঞ্চীত এলাকার গৃহিণীদের স্বাবলম্বী করতে “খামার বাড়ী” প্রকল্পের আওতায় ছাগল বিতরণ, ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে খতনা ক্যাম্প জোরদার করা সহ যাকাত অর্থ সংগ্রহে ডিজিটাল রশিদ বই চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় সভার সভাপতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দেশ ও প্রবাসের সকল শাখা কমিটি সমূহের আশেকবৃন্দকে এবং যাকাত প্রদানকারী সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যাদের ঐকান্তিক সহযোগিতায় যাকাত কমিটির কার্যক্রম ব্যাপকভাবে এগিয়ে চলছে।

পর্ষদ সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শওকত আবদুল্লাহ, সহ-সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন ও প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন প্রমুখ।

আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।