
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন আজিম নগর ধুরুংকুলে অবস্থিত ঐতিহ্যবাহী হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র খলিফা হযরত শাহ্ সুফি সৈয়দ সৈয়দুল হক মাইজভাণ্ডারী (র.)’র বড়পুত্র হযরত শাহ্ সুফি সৈয়দ মাহমুদুল করিম মাইজভাণ্ডারী (র.)-এর রওজা নির্মাণ কাজের জন্য ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’-এর পক্ষ হতে বরাদ্দকৃত অর্থের চেক গতকাল ১৮ জুলাই ২০২৩ খ্রিঃ মঙ্গলবার সম্মানিত আওলাদগণের হাতে তুলে দেন ফটিকছড়ি উপজেলার ১৫নং রোসাংগিরি ইউনিয়ন চেয়ারম্যান জনাব শোয়েব সালেহীন। এ সময় তিনি বলেন, মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত এ ট্রাস্টের বিভিন্ন ধরনের মানবতাবাদী কার্যক্রম বর্তমান সমাজ ও দেশের জন্য রোল মডেল। তার ইউনিয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ মহান সুফির রওজা নির্মাণে সহায়তা প্রদান করায় তিনি সমস্ত ইউনিয়নবাসীর পক্ষ হতে ট্রাস্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হযরত শাহ্ সুফি সৈয়দ মাহমুদুল করিম মাইজভাণ্ডারী (র.)’র আওলাদ সৈয়দ মুহাম্মদ হুমায়ুন, সৈয়দ মুহাম্মদ সোলাইমান, সৈয়দ মুহাম্মদ রহিম উল্লাহ, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন, এসজেডএইচ ট্রাস্ট শিক্ষা প্রতিষ্ঠান তদারকি সেলের সদস্য বটন কুমার দে, মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোরশেদুল আমিন ও জনাব আলী আজগর, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার “ঘ” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ আলমগীর আলম, “খ” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ আলী নেওয়াজ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রোসাংগিরি শাখার মাস্টার মোঃ হাবিব, মোঃ আকরাম সওঃ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নাজিরহাট শাখার ইউনুস, রফিক, নাজিম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রহমানিয়া বাজার শাখার শামসু উদ্দিন, হাবিব প্রমুখ।

