যাকাত দিন

আপনার আদায়যোগ্য যাকাত আমাদের যাকাত ফান্ডে জমা দিতে নিচের যে কোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারেন।

সরাসরি:
গাউসিয়া হক মনজিল (মাইজভাণ্ডার শরিফ) ও এস জেড এইচ এম ট্রাস্ট
(ডিউ উদয়ন ১৩ তলা),
বাস টার্মিনাল সংযােগ সড়ক,
চান্দগাঁও, চট্টগ্রাম।

ব্যাংক একাউন্ট:
যাকাত ওয়েলফেয়ার ফান্ড

মুদারাবা এস এন ডি হিসাব নং- ৩০০৪-১৩১০০০০০৬৭৮
শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ
মুরাদপুর শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ।

ডিজিটাল যাকাত বাক্স

বিকাশ

২০

বছর ধরে পথচলা

৬.৮২+

কোটি টাকা সমপরিমাণ সহায়তা

১৩

দাতব্য চিকিৎসালয়

৯৩

সেলাই প্রশিক্ষণ কেন্দ্র

বিশিষ্ট ব্যক্তিবর্গের অভিমত

  •  বিশিষ্ট আল্লাহর অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র নাম মোবারকের এই ট্রাস্ট যাকাত তহবিল গঠনের মাধ্যমে মানব সেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সর্বজন প্রশংসিত একটি মহতি  উদ্যোগ। প্রিয় নবী (দঃ) বলেন-“ঐ ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সেবা করে”।
    আবুল হায়াত মুহাম্মদ তারেক
    পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ
  • আমি দেখে অত্যন্ত আনন্দিত যে, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ এমন একটি প্রকল্প গ্রহণ করেছে। এই অনুষ্ঠানের ভিডিও প্রদর্শনী আমার খুব ভালো লেগেছে। এখানে আমি দেখলাম যারা যাকাত গ্রহণ করেছেন তারা সাবলম্বী হচ্ছেন এবং তাদের পরিবার পরিজনকে সাবলম্বী করার শিক্ষা পাচ্ছেন।
    মোহাম্মদ সামসুল আরেফিন
    জেলা প্রশাসক, চট্টগ্রাম।
  • মাইজভাণ্ডার দরবারকে কেন্দ্র করে আজকের যে কার্যক্রম দেখলাম তাতে আমি অভিভূত। এই প্রকল্পের কাজগুলোতে যে তথ্য আছে তাতে ব্যাপক মানুষের অংশগ্রহণ এবং সুষম বণ্টন সত্যিই মাইজভাণ্ডারী দর্শনের যে ব্যাপকতা তা অনুধাবন করা যায়।আমি মনে করি এটির ব্যাপক প্রচার প্রয়োজন আছে। প্রচারের মাধ্যমে বিষয়টি সবাইকে জ্ঞাত করলে যাকাতের সুষম বণ্টনের পাশাপাশি বিভেদটাও কমে যাবে।
    মুহাম্মদ রেজাউল মাসুদ
    অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।