বাংলাদেশ একটি নদীমাতৃক ও সমুদ্রকূলবর্তী কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে মৎস্য খাতটি আবহমান কাল হতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষিভিত্তিক অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। জাতীয় আমিষের চাহিদা পূরণে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে, বৈদেশিক মুদ্রা অর্জনে এবং সর্বোপরি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য সম্পদের অবদান তাৎপর্যপূর্ণ।
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যবস্থাপনায় ৩ জন মৎস্যজীবীকে মাছ ধরার জাল ও নৌকা ক্রয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

নাসু মিয়া, পিতাঃ মৃত আব্দুল হাসিম, রানীদিয়া, অরুয়াইল, সরাইল, বি. বাড়িয়া। প্রকল্প- জাল ও নৌকা ক্রয়ে ৪০,০০০ টাকা সহায়তা প্রদান। 
মোহাম্মদ ফজলু মিয়া, পিতাঃ মুত চুরাব আলী,সুলতান সি, হবিগঞ্জ।
আমি নদীর পাড়ের বাসিন্দা। তাই জীবিকা অর্জনের মৎস্যজীবি ছাড়া কোন পেশা নির্বাচনের সুযোগ নেই। তাও আবার মৌসুমি পেশা। এতে আয় হলেও সারা বছর সংসার চালানো কষ্ট হয়ে যায়। জড়িয়ে যায় ধার-দেনায়। দারিদ্র্য বিমোচন প্রকল্প যাকাত তহবিল থেকে ৪০ হাজার টাকা অনুদান গ্রহণ করে একটি নৌকা ও মাছ ধরার জাল ক্রয় করি এতে মৎস্যজীবি থেকে মৎস্য ব্যবসায়ী হয়ে উঠি। এখন ধার কর্জ করতে হয়না। খড়া মৌসুমেও অভাব থাকেনা। শরীর মন ভাল থাকে বিধায় অবসরে বদলা দিয়ে কাজ করতে পারি। আমার এই কর্ম পরিধির কারণে এলাকার আরো মৎস্যজীবি আমার সাথে কাজ করে জীবিকা অর্জনের সুযোগ হয়েছে।




