৩০ জন চালককে সিএনজি চালিত ট্যাক্সি ক্রয়ে সহায়তা প্রদান

সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠিকে সম্মান ও মর্যাদাপূর্ণ জীবন-যাপনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে দেশব্যাপী আত্মকর্মসংস্থানমূলক সামগ্রী প্রদান কর্মসুচির অংশ হিসাবে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প- এর ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত ৩০ জন চালক’কে সিএনজি চালিত ট্যাক্সি ক্রয়ে সহায়তা প্রদান করা হয় ২৯ লক্ষ ২৫ হাজার টাকা।


আয়ুব এখন গাড়ির মালিক

ফটিকছড়ি পূর্ব সুয়াবিল এলাকার মৃত মোসলেম এর ২য় পুত্র মোহাম্মদ আইয়ুব। মা বাবার সংসারে ৪ ভাই ৩ বোনের মধ্যে সে হচ্ছে মেঝো। পারিবারিক আর্থিক অবস্থা ভাল না থাকায় লেখাপড়ায় এগুতে পারেনি বেশী দুর। তাই আয় রোজগারের জন্য বেছে নিতে হয়েছে পরিবহন শ্রমিকের কাজ। স্ত্রী, ৩ মেয়ে ২ ছেলে নিয়ে আয়ুবের সংসার। সন্তানদের পড়ালেখা ও পারিবারিক খরচ মেটাতে হিমসিম অবস্থা। আইয়ুব বলেন, আগে ভাড়ায় সিএনজি চালাতাম। পর্যাপ্ত পরিশ্রম করেও সংসারে নুন আনতে পানতা ফুরাত। না পারতাম সংসার সামলাতে না পারতাম সন্তানদের লেখাপড়া করাতে। এমতাবস্থায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি পূর্ব সুয়াবিল শাখার মাধ্যমে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্র্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পে আবেদন করি। একমাসের মধ্যে ট্রাস্ট হতে আমাকে একটি সিএনজি চালিত ট্যাক্সি দিলে সে থেকে আমার পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে। আমার ছেলে- মেয়েদের লেখাপড়ায় আর অসুবিধা নাই। এক বছর পরিশ্রম করে গাড়ি চালিয়ে আমি আরো একটি নতুন সিএনজি কিনেছি। সব মিলিয়ে আল্লাহর রহমতে খুব ভাল আছি।


(২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার) হাটহাজারী উপজেলার মাহমুদাবাদ এলাকায় হযরত খোশাল শাহ্ জামে মসজিদ প্রাঙ্গনে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠিকে সম্মান ও মর্যাদাপূর্ণ জীবন-যাপনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে দেশব্যাপী আত্মকর্মসংস্থানমূলক সামগ্রী প্রদান কর্মসুচির অংশ হিসাবে মোহাম্মদ লোকমান (পিতাঃ আলী আহম্মদ, মাহমুদাবাদ, এনায়েতপুর, হাটহাজারী, চট্টগ্রাম)’কে একটি সি এন জি চালিত অটো রিক্শা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মসজিদ খতিব মাওলানা এয়ার মোহাম্মদ আল-কাদেরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দিন মেম্বার। আলোচনাকালে বক্তাগণ বলেন, একটি পরিবারকে স্বনির্ভর করে সমাজ ও দেশের উন্নয়নে সুবিধাবঞ্চিতদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূরীকরণ, আত্মবিশ্বাস সৃষ্টি, দক্ষ জনশক্তি সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দুরীকরণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট কাজ করে চলছে, এতে দেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে অবদান রাখছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ্ চৌধুরী বিভন, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ এনামুল হক, আবদুল হাকিম, হাছান হেলাল, মোহাম্মদ ওচমান ও মোহাম্মদ আলী আকবর প্রমুখ।


(০৩ জানুয়ারি ২০২০, শুক্রবার) বিকাল তিন টায় চন্দনাইশস্থ দোহাজারী পৌরসভা প্রাঙ্গনে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’-এর উদ্যোগে বেকার, পুঁজিহীন, কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে ১৮তম দারিদ্র্য বিমোচন কর্মসুচির অংশ হিসাবে ২ জনকে সিএনজি চালিত ট্যাক্সি, ৪ জনকে রিকশা, ৫ জনকে সেলাই মেশিন ও ১ জনকে মাছ ধরার জাল প্রদান করা হয়।
এ সময় দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ¦ দিদারুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী এমপি (চট্টগ্রাম-১৪) শাহানশাহ্ হয়রত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট সৃষ্টিশীল মানব সম্পদ তৈরির মাধ্যমে উন্নয়নশীল দেশ গড়তে কার্যকরী ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন হচ্ছে একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের জনগোষ্ঠী একটি বিশাল সম্পদে পরিণত হতে পারে। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে একটি মানবগোষ্ঠীর সুপ্ত প্রতিভা, প্রচ্ছন্ন শক্তি, লুকায়িত সামর্থ্য ও যোগ্যতার প্রসার ঘটে। একটি দেশের অভ্যান্তরীণ সম্পদের মধ্যে মানব সম্পদই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।
দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ¦ সিরাজুল মোস্তফা স্বাগত বক্তব্যের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল জব্বার চৌধুরী, জামিজুরী আজিজিয়া রজভীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা আহমদ হোসেন আল-কাদেরী, আবদুল হালিম আল মাসুদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাছের, আহসান উল্লাহ্্ চৌধুরী বিভন, মাওলানা ফজলুল হক, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন চিশতি, ডাক্তার আবদুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইলিয়াছ মাস্টার ও আবদুর রহমান, মোহাম্মদ জামশেদ ও সাদেকুর রহমান প্রমুখ।


আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।