
(ছবি) ইসলাম সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্ব, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা ও মানবসেবার ধর্ম। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাকে ইসলামে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। অন্যের বিপদে-আপদে সর্বাত্মকভাবে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করা ইসলামের বিধান। মানুষের কল্যাণে মানুষকেই সব ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হয়। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট মানব সেবার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে তা অতুলনীয়,অনুসরণীয় ও প্রশংসনীয়।
আজ ২৫ আগষ্ট ২০২৩ শুক্রবার, বিকাল ৩ টা, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউলহক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালিত চন্দনাইশ দোহাজারীস্থ হযরত সৈয়দ জালাল উদ্দিন বোখারী (র.) দাতব্য চিকিৎসালয়ের তত্ত্বাবধানে দক্ষিণ হাশিমপুর সিকদার পাড়া মসজিদ মার্কেট সংলগ্ন জাতীয় তরুণ সংঘ সরকারি প্রথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত পরিবারের ১০২জন কিশোরীকে বিনামূল্যে ঔষধসহ নাক ও কর্ণ ছেদন ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউ পি সদস্য মোহাম্মদ সামছুল ইসলাম বদন এ কথা বলেন।
চিকিৎসালয় তত্ত্বাবধায় ও সাংগঠনিক সমম্বয়ক ডাক্তার আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হাশিমপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড় শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব আলী, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সুজন, মোহাম্মদ জাকের, মোহাম্মদ আমির হোসেন ও চিকিৎসালয় সহকারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

