(দোয়ারাবাজার, সুনামগঞ্জ) শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দোয়ারাবাজার শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শুভ জন্মদিন “জাতীয় শিশু দিবস” উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে ঔষধ ও পোষাকসহ খতনা ক্যাম্প সম্পন্ন হয়।
আজ ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে মোহাম্মদ গোলাম হোসেনের সভাপতিত্বে খতনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট ইসলাম প্রচারের পাশাপাশি মানবতার কাজ করে যাচ্ছেন। এটি ইসলামের খেদমতের বড় একটি অংশ। এই এলাকায় অনেক গরিব বাবা আছে যারা টাকার অভাবে খতনা করাতে পারে না। গরিব অসহায় ছেলেদেরকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে ট্রাস্ট কর্তৃপক্ষকে মুবারকবাদ জানাই।
নূর মোহাম্মদের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, সি এ শফিকুর রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এস এম শফিকুল ইসলাম, সমশের আলী, আজর আলী, রফিক মিয়া, মকদ্দুস আলী, মাইনুদ্দিন, তারেক, মোহাম্মদ আজাদ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দোয়ারাবাজার শাখার কর্ম।কর্তাবৃন্দ।

