
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) এর ব্যবস্থাপনায় কর্মহীন নারী সমাজকে দক্ষমানব সম্পদে পরিণত করার লক্ষে দক্ষনারী উন্নয়ন কর্মসূচির আওতায় রাউজান নোয়াজিষপুরস্থ মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স-এ চলমান সেলাই কাজে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার, বিকাল ৩টায় নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়াম-এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান পর্ষদ সহ-সভাপতি আলহাজ সিরাজুল মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান ও নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা’র সভাপতি আলহাজ লায়ন এম. সরোয়ারর্দী সিকদার।
এ সময় আলোচনা কালে বক্তাগণ বলেন, অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট দেশব্যাপী বিনামূল্যে সেলাই কাজের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে এবং দক্ষতার সাথে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়ন, আত্ম-কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ- সামাজিক উন্নয়নে এ ট্রাস্ট সমাজে অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে।


মোহাম্মদ সুমন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পর্ষদ এর সম্মানীত সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ মেম্বার, মোহাম্মদ শওকত ওচমান, মোহাম্মদ সোলেমান। দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক, আবদুল হালিম আল মাসুদ, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম, হোসাইনী দাতব্য চিকিৎসালয়ের তত্ত্বাবধায় আবদুল হামিদ, কাজী হেলাল উদ্দীন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ
।


দারিদ্র্য বিমোচন ও নারীক্ষমতানে দৃষ্টান্ত হিসাবে সমাজপতিদের অনুপ্রাণিত করবে।